Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে নসিমনের ধাক্কায় নারী নিহত, আহত ৫

শরীয়তপুরে নসিমনের ধাক্কায় নারী নিহত, আহত ৫

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নসিমনের ধাক্কায় অটোরিকসার যাত্রী এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ রামভদ্রপুর মোল্যা বাড়ির মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম রাজিয়া বেগম (৫৫)। উপজেলার ছয়গাঁও গ্রামের শাহাবুদ্দিন মুন্সীর স্ত্রী তিনি। আহত পাঁচজন হলেন সোহরাফ হাওলাদার (৫৫) সখিপুর থানার হাওলাদার কান্দি গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে, মাসুদা বেগম (৪০) ছয়গাঁও গ্রামের ছাত্তার ফকিরের স্ত্রী, সেলিনা বেগম (৪৫) ছয়গাঁও গ্রামের ইউনুস ছৈয়ালের স্ত্রী, ফারুক গাইন (২৭) গৈড্যা গ্রামে জাহাঙ্গীর গাইনের ছেলে, ও লায়লা বেগম (৫০) ঢাকা ডালকা এলাকার আবুল কাসেমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাজিয়া এবং আহত সোহরাফ, মাসুদা, সেলিনা, ফারুক ও লায়লা ব্যাটারিচালিত অটোরিকসা করে ভেদরগঞ্জ বাজার থেকে রামভদ্রপুর সেনেরবাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা নসিমন অটোরিকসাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন আহত হন। তবে দুর্ঘটনায় রাজিয়া বেগমের ডান পায়ের হাটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত রিজিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকরা গুরুতর আহত অবস্থা ফারুক ও সোহরাফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নসিমন চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। তবে তাঁকে আটকের চেষ্টা অব্যাহত আছে। নসিমনটি জব্দ করে থানায় রাখা হয়েছে।