
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শেখ ফজলুল হক মণি’র ৮১ জন্মদিন শরীয়তপুরে পালন করেছে যুবলীগ। এ উপলক্ষ্যে বুধবার সকালে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা, সদর উপজেলা ও পৌরসভা যুবলীগের যৌথ উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুহুন মাদবরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার সাধারন সম্পাদক আমির হোসেন খান, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু, সাধারন সম্পাদক হোসেন সরদার, পৌরসভার সভাপতি জাহাঙ্গীর বেপারী, সাধারন সম্পাদক খোকন বেপারী প্রমূখ।