
‘‘আলোকিত জীবন গঠনে স্কাউটিং’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় উদ্বোধন হলো ৩য় স্কাউট সমাবেশের। বিকাল সাড়ে পাঁচটায় স্থানীয় ইদিলপুর বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউট, গোসাইরহাট উপজেলা শাখা এর উদ্যোগে সমাবেশের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, ইদিলপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক মিয়া, মো. বাহারুল ইসলাম, এলটিএ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ স্কাউট গোসাইরহাট শাখা। সমাবেশে গোসাইরহাটের ১১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। ১৮ জানুয়ারী (আজ) সমাবেশের সমাপনী অনুষ্ঠানে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর উপস্থিত থাকার কথা রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |