
ভেদরগঞ্জে দ্রব্যমূল্য বেশি রাখায় ও তালিকা প্রদর্শন না করায় ১৭’হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার ২৬ এপ্রিল করোনা ভাইরাস প্রতিরোধে ও রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে ভেদরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রামভদ্রপুর ইউনিয়নের সেনের বাজারে/রামভদ্রপুর বাজারে মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ কার্যক্রম কালে অতিরিক্ত দ্রব্যমূল্য রাখায় এবং পন্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ১২ জনকে ১৭’হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) শংকর চন্দ্র বৈদ্য বলেন, করোনা ভাইরাসের দূর্যোগময় মুহূর্তে যারা দ্রব্যমূল্য অতিরিক্ত নির্ধারণ করবে এবং যে সকল পণ্েযর গায়ে দ্রব্যমূল্য নেই, তার দ্রব্যমূল্য পণ্য তালিকায় লিখে না রাখবে, তাদেরই জরিমানা করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |