
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিষ পানে দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত- সোয়া মনি (৯) ও তোয়া মনি (৭) ওই গ্রামের মো. শুকুর মৃধার মেয়ে। সোয়া ৩ নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর তোয়া একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় সৎ মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ভেদরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পাঁচালিয়া গ্রামে দুই স্কুলছাত্রী শিশু বিষ পানে অস্স্থু হয়ে পরে। অসুস্থ অবস্থায় শিশুদের বাবা শুকুর মৃধা ও স্থানীয় লোকজন শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টার দিকে সোয়া ও তোয়ার মৃত্যু হয়। এ ঘটনায় সৎ মা সূর্যমনি (২৫) ও বাবা মো. শুকুর মৃধাকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।
নিহতদের চাচা সুমন মৃধা বলেন, আমার ভাতিজি দুজনকে কেউ যদি বিষ পান করিয়ে হত্যা করে থাকে, তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারী মুঠোফোনে বলেন, বিষ পানে দুই শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তর জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্তর রিপোর্ট পেলে বলা যাবে শিশুরা কিভাবে নিহত হলো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |