
সংবাদপত্র জগতের প্রভাবশালী পত্রিকা দৈনিক জনকন্ঠের সম্পাদক আতিকউল্যাহ খান মাসুদ আর নেই। তিনি সোমবার (২২ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতবরণ করেন (ইন্না…. রাজেউন)।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতিনাতনি রেখে গেছেন।
১৯৯৩ সালে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়। তিনি পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক।
বিএমএসএফের পক্ষ থেকে পাঠানো এক শোক বিবৃতিতে বলা হয়েছে, তাঁর মৃত্যুতে গণমাধ্যমজগত এক উজ্জ্বল নক্ষত্র হারালো। তবে জনকন্ঠে কর্মরতরা তাঁর অবর্তমানে পত্রিকাটির যাত্রা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবেন। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |