Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের টহল 

শরীয়তপুরে লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের টহল 
শরীয়তপুরে লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের টহল 

সরকার কর্তৃক ঘোষিত লকডাউন বাস্তবায়ন এবং করোনা সংক্রমণ রোধে ৭ জুলাই বুধবার সকাল থেকেই শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান নির্দেশে শরীয়তপুর জেলার পালং, জাজিরা ও নড়িয়া থানা এলাকায় বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাটে টহল কার্যক্রম পরিচালনা করেন মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অপরাধ, শরীয়তপুর, তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর, শরীয়তপুর, এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, নড়িয়া সার্কেল, শরীয়তপুর, তৌফিক আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ),শরীয়তপুর।

এছাড়াও জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। শরীয়তপুর শহরে এবং জেলার সকল থানা এলাকার জনসমাগম নিয়ন্ত্রন এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও সকল থানা পুলিশ আছে সতর্ক অবস্থানে।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আখতার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুর, মোঃ মাহবুবুর রহমান অফিসার ইনচার্জ, জাজিরা থানা, শরীয়তপুর, অবনি শংকর কর, অফিসার ইনচার্জ, নড়িয়া থানা, শরীয়তপুর, মোঃ জামাল হোসেন মীর, পুলিশ পরিদর্শক, যানবাহন শাখা, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।