Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে সোস্যাল ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

শরীয়তপুরে সোস্যাল ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

শরীয়তপুর সোস্যাল ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শাখা কার্যালয়ে ৫ জুন মঙ্গলবার ক্যাশ ওয়াকফ-ইহকালে সঞ্চয় ও পরকালে কল্যাণ শীর্ষক এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শাখা ব্যাবস্থাপক ও এফএভিপি মুহাম্মদ শাহাজাদা পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন, রাজগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও: মোঃ হাফিজুর রহমান শরীয়তপুরী।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, শাখার অপারেশন ম্যানেজার আহমাদ রাসেল। আলোচনা শেষে ব্যাংকের উত্তোরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। ইফতার মহফিলে উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক লোক।