Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মোল্লার বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

মোল্লার বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
মোল্লার বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যাংকিং সেবার বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে ১৬ অক্টোবর সোমবার সকাল ১১ টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মোল্লার হাট বাজারে ‘এজেন্ট ব্যাংকিং মেসার্স মোল্লা এন্ড সন্স কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বরিশাল জোনের প্রধান জনাব মোঃ আব্দুস সোবহান প্রধান অতিথি হিসেবে আউটলেটটি উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এফ এভিপি ডামুড্যা শাখা প্রধান মাহফুজ উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন .ডিজিটাল ব্যাংকিং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর মাইনুদ্দিন আজাদ.নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আল নাসের, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেব জনাব মোঃ শাহাবুদ্দিন মোল্লা। চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ড মেম্বার জনাব আসাদুল্লাহ কবিরাজসহ অনেকে। ধন্যবাদ জ্ঞাপন করেন আউটলেটের এজেন্ট ও মেসার্স মোল্লা এন্ড সন্স কেন্দ্র’ এর স্বত্বাধিকারী ইন্জিনিয়ার জসিম উদ্দিন মোল্লা। এছাড়াও স্হানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশব্যাপী স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রসারণ করছে। ভেদরগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চল তাই এখানের জনগণ আধুনিক ব্যাংকিং সেবা থেকে অনেকটাই বঞ্চিত, এখন বেসরকারি ব্যাংক সেবা প্রদানে এগিয়ে আসছে।