
লোহিত সাগরে ব্রিটিশ একটি তেলের জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ওই জাহাজে ভারতীয় ২২ নাবিকদের পাশাপাশি এক বাংলাদেশি নাবিকও রয়েছে।
শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এডেন উপসাগরে মার্লিন লুয়ান্ডা নামের তেল ট্যাংকারটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। হামলার পর ট্যাংকারে আগুন লেগে যায় বলে জানায় বিবিসি।
ভারতীয় নৌবাহিনীর বরাতে এনডিটিভি জানিয়েছে, হামলার শিকার জাহাজটি থেকে সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে ভারতের নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। প্রতিবেদন মতে, জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাবিক রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম এখন হামলার শিকার জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |