Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র উদ্যোগে ভোজেশ্বর ইউনিয়নে পথসভা ও গণসংযোগ

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র উদ্যোগে ভোজেশ্বর ইউনিয়নে পথসভা ও গণসংযোগ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র উদ্যোগে ভোজেশ্বর ইউনিয়নে র‌্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জননেতা একেএম এনামুল হক শামীমের নৌকা মার্কার সমর্থনে ভোজেশ্বর বাজার ও ইউনিয়নের বিভিন্ন স্থানে এক র‌্যালি ও লিফলেট বিতরণ সহ ভোট প্রার্থণা করা হয়।
পরিশেষে বাংলাদেশ আওয়ামীলীগ ভোজেশ্বর আঞ্চলিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলী আহমেদ শিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান, বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম মজিবুর রহমান, আলী হোসেন মাদবর, রমিজ উদ্দিন সরদার, নুরুল ইসলাম বেপারী, বাচ্চু বেপারী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, আঃ মান্নান মুন্সী, আঃ মান্নান বেপারী, আঃ রশিদ বেপারী, মোয়াজ্জেম হোসেন বেপারী, আঃ মান্নান ঢালী প্রমূখ।
এসময় মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার আব্দুস সালাম, কবীর হোসেন, সাবিহা নাসরিন, বিপ্লব মাস্টার, দীপু মাল, রাজন বেপারী, সোহেল খান, মেরাজ ও মিন্টু মালসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সন্তানগণ।