Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক
শরীয়তপুরে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পালং থানা পলিশ। ২৩ জুন রবিবার গোপন সংবাদের ভিক্তিতে পালং থানার অফিসার্স ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন এর নেতৃত্বে এস আই আতিয়ার ও এস আই রুপুকরদের সংগীয় ফোর্সসহ আনুমানিক রাত ৮ টা ৫০ মিনিটে তুলাসার আমিনবাগ তাজুল মাস্টারের দোতলা বিল্ডিং এর ছাদে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় অপু শীল(২১), পিতা: মৃত জয়রাম শীল ও তরিকুল ইসলাম তারেক(২৪), পিতা: তাজুল ইসলাম উভয় সাং আমিনবাগ, তুলাসার, থানা পালং, জেলা শরীয়তপুরকে আটক করে। উক্ত আসামিদের গ্রেপ্তার করে তাদের দেহ তল্লাসী করে ৭ পিস ইয়াবা ও ইয়াবা ব্যবসার ১৮ হাজার টাকা উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করেন। এ সংক্রান্তে পালং মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
পালং থানার অফিসার্স ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন বলেন, আমি অফিসার ফোর্স প্রেরন করে মাদক স¤্রাট অপু শীলকে ও তার সংগীকে মাদকসহ গ্রেপ্তার করায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।