Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপু‌রে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ‌মি‌স্ত্রি মৃত্যু

শরীয়তপু‌রে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ‌মি‌স্ত্রি মৃত্যু

শরীয়তপুর সদ‌রের চিকন্দী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রেমচাঁদ বালা (২৫) নামের এক কাঠ‌মি‌স্ত্রি মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার টাউন চিকন্দী সোবাহান ঢালীর ঘ‌রের টি‌নের চালে কাজ করতে গি‌য়ে বৈদ্যুতিক তা‌রে এই দুর্ঘটনা ঘটে।

‌গোপালগঞ্জ জেলার কোটা‌লিপাড়া উপ‌জেলার রামশীল গ্রা‌মে বা‌ড়ি প্রেমচাঁদ বালার। তি‌নি সাত বছর যাবত শরীয়তপুর জেলায় কাঠ‌মি‌স্ত্রির কাজ কর‌ছেন।

স্থানীয় টাউন চিকন্দী ফাঁ‌ড়ি পু‌লি‌শের আইসি এ‌বিএম রা‌শেদুল বা‌ড়ি জানান, সোবাহান ঢা‌লির বা‌ড়ি‌র ঘ‌রের চা‌লে কাঠ‌মি‌স্ত্রির কাজ করার সময় পল্লী বিদ্যু‌তের তা‌রে লে‌গে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞান হয়ে যান প্রেমচাঁদ । পরে তাকে শরীয়তপুর হাসপাতালে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।