Friday 9th May 2025
Friday 9th May 2025

বিএনপি ত্রাণ নিয়ে রাজনীতি করছে : পানিসম্পদ উপমন্ত্রী শামীম

বিএনপি ত্রাণ নিয়ে রাজনীতি করছে : পানিসম্পদ উপমন্ত্রী শামীম

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, পানিসম্পদ মন্ত্রণালয় ও পানিউন্নয়ন বোর্ড মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবারের বর্ষায় নদী ভাঙন থেকে রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করে কাজ করছে।
এবারের আমাদের বর্ষায় টার্গেট ছিল ২৮ লাখ জিও ব্যাগ ডাম্পিং করার। মঙ্গলবার পর্যন্ত ২৮ লাখ ৪৯ হাজার ৮৭২ টি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। ভাঙন রোধে চারটি ড্রেজার কাজ করছে। আমরা নড়িয়া উপজেলায় শুধু ছয় কিলোমিটার নয়, জাজিরা উপজেলার উজানের তিন কিলোমিটারে ও ভাঙন রোধে কাজ করছি। নড়িয়া উপজেলাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জেলার ১৫টি পয়েন্টে কাজ করছি। সকলের সহযোগিতায় আমরা নড়িয়ায় ভাঙন রোধ করতে পেরেছি ইনশা আল্লাহ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নড়িয়া মোক্তারেরচর পদ্মা নদী এলাকা থেকে শুরেশ্বর ঘাট পর্যন্ত এলাকার বন্যার পরিস্থিতি পরিদর্শণ কালে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি গত নয় দিনে বন্যায় কবলিত এগারো টি জেলায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করেছি। আর বিএনপি ত্রাণ নিয়ে রাজনীতি করছে।
পরে নড়িয়া পৌরসভার সামনে বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন শামীম।
এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, জেলা পরিষদ সদস্য এম এ কাইউম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন বেপারী প্রমূখ উপস্থিত ছিলেন।