
১০ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলদেশের প্রয়াত রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ-এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকূল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, মোঃ জোনায়েত আহমেদ, আরিফুল বারী মজুমদার, শাহজাহান মোহাম্মদ মহিউদ্দিন এবং তানভীর ইসলাম পাটোয়ারী।
এ ছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. রফিক উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।