মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

বাংলা নববর্ষ উদযাপন হয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে

বাংলা নববর্ষ উদযাপন হয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

আজ ১৪ এপ্রিল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভা যাত্রা শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, উপজেলা আ’লীগের সভাপতি শাহিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা, উপজেলা আ’লীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেন সাকা, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


error: Content is protected !!