
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঢাকা জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত বৈঠকে কলকাতা টিভির সিনিয়র ষ্টাফ রিপোর্টার মুসা মোরশেদকে সমন্বয়কারী করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হোসেন তালুকদার, সহ-সভাপতি শামসুল আলম নিক্সন, স্থায়ী কমিটির সদস্য জালাল উদ্দিন জুয়েল, কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন, গাজী টিভির ইমন দাস, কলকাতা টিভির মোহাম্মদ আলী সুমন, মাহবুব আলম শ্রাবন, রেজোয়ান ইসলাম, শরীফুল ইসলাম, তুহিন ভুইয়া, আজিজুল হক প্রমূখ।
সভায় আগামি ১৫ জুলাই সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ২৮ জুলাই ৩য় কাউন্সিল উদযাপনের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। সভায় সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সংগঠনের ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |