Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সাধারণ সভায় পপুলার লাইফের ৪০% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন

সাধারণ সভায় পপুলার লাইফের ৪০% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ১৮তম বার্ষিক সাধারণ সভা ২৭ আগস্ট ২০১৮ সোমবার দুপুর ১২ টায় ফারর্স হোটেল এন্ড রিসোর্ট, ঢাকায় অনুষ্ঠিত হয়। কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাসান আহমেদ উক্ত সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারসহ কোম্পানীর ভাইস চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন, উদ্যোক্তা পরিচালক এম ফজলে তাহের ও কবির আহমেদ, পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী ও মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র পরিচালক এ কে এম আমিনুল মান্নান ও মোঃ খালেদ মোশারফ হোসেন, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মোস্তফা হেলাল কবির। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৭ সালের জন্য ৪০% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়।