
শরীয়তপুর ১ আসনের সাংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র নির্দেশে চন্দ্রপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আক্তার হোসেন মুন্সির পক্ষ থেকে ১৫০ করোনার নিম্ম আয়ের হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদসামগ্রী উপহার ও নগদ অর্থ বিতরন করা হয়।
বৃহস্পতিবার ২১ মে চন্দ্রপুর তার এলাকার আশপাশের অসহায় দরিদ্রদের মাঝে এ ঈদসামগ্রী উপহার ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক মজিবুর রহমান হাওলাদার, তোতা মিয়া, চন্দ্রপুর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি খোকন বেপারি, নুরুল আমিন হাওলাদার এবং অত্র এলাকার মুরুব্বিগন প্রমূখ। এ ঈদ উপহার সামগ্রী বিতরনেল সময় আক্তার হোসেন মুন্সি সবাইকে সামিজিক দূরত্ব বজায় রেখে চলা এবং ঘরে থাকার পরামর্শ দেন।