
শরীয়তপুরে নতুন করে আরো আক্রান্ত হয়েছে ৪ জন। আক্রান্তরা রোগীটি হলেন সদর উপজেলার বিনোদপুরে ২জন, পৌরসভায় ১জন ও ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে ১জন, যাদের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ২৫ মে পর্যন্ত মোট আক্রান্তের পরিমাণ দাড়িয়েছে ৮৪ জন এবং মোট সুস্থ ঘোষনা করা হয়েছে ৩৩ জনকে। এ নিয়ে সদর উপজেলায় মোট আক্রান্ত ২১ জন, জাজিরা উপজেলায় ১১ জন, নড়িয়া উপজেলায় ১৭ জন, ভেদরগঞ্জ উপজেলায় ১১ জন, গোসাইরহাট উপজেলায় ও ডামুড্যা উপজেলায় ২২ জন।
প্রাতিষ্ঠানিক সদর হাসপাতালের আইসোলেশনে (সন্দেহভাজন) আছে ১জন। এ পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন ২৩৯৩টি করোনার নমূনা সংগৃহীত হয়েছে। এর ২১৩২ জনের নমূনা ফলাফল এসেছে। যারা আক্রান্ত হয়েছে, তাদের বাড়ি ও তাদের আশপাশের কিছু বাড়িকে লকডাউনের আওতায় রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস ২৫ মে সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।