
এবারের ২০২০ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন ‘এ+’ পেয়েছে ডামুড্যা থানা পুলিশ অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান রিবনের ছেলে মো: নাফিম হাসান। সে ঢাকা বোর্ডের অধীনে (মহাখালী-১০ ঢাকা)’য় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গড়ে ৯৩.৫% নম্বর পেয়ে এ কৃতিত্ব দেখিয়েছে।
মো: নাফিম হাসানের এ কৃতিত্বে পুলিশ কর্মকর্তা মো: মেহেদী হাসান বলেন, আমার ছেলের নিরলস পরিশ্রম ও অধ্যাবসায়, শিক্ষকদের নিয়মিত পাঠদান ও আমার স্ত্রী মোসা: নাছিমা শাহিনের সঠিক তত্ত¡াবধানের কারনেই এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। এজন্য সকলকে আমার এবং আমার ছেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।