Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গাইবান্ধা ও জামালপুর সরকারি সফরে উপ-মন্ত্রী এনামুল হক শামীম

গাইবান্ধা ও জামালপুর সরকারি সফরে উপ-মন্ত্রী এনামুল হক শামীম

শুক্রবার (১৯ জুলাই) গাইবান্ধা ও জামালপুর জেলায় সরকারি সফরে আসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি। উপ-মন্ত্রী এনামুল হক শামীমের সফরসূচী- ১৯ জুলাই (আজ) সকাল ৮ টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবন থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সকাল ৯ টায় গাইবান্ধা জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন (হেলিকপ্টার যোগে)। সকাল ৯ টা ৪০ মিনিটে গাইবান্ধা জেলার তুলসীঘাট হেলিপ্যাডে অবতরণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১১ টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভায় যোগদান করবেন। দুপুর ১২ টায় বন্যা আক্রান্ত এলাকা ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শণ এবং জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করবেন। দুপুর ১২ টা ৩০ মিনিটে বন্যায় ক্ষতিগ্রস্থ কাজলডোপ ব্রীজ বাজার সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শণ করবেন। দুপুর ১ টা ৩০ মিনিটে তুলসীঘাট হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১ টা ৪৫ মিনিটে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। ২ টা ১৫ মিনিটে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা হেলিপ্যাডে অবতরণ করবেন। দুপুর ২ টা ৩০ মিনিটে ইসলামপুর বন্যা আক্রান্ত এলাকা ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শণ এবং জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করবেন। দুপুর ৩ টা ৩০ মিনিটে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করবেন। বিকাল ৪ টায় দেওয়ানগঞ্জ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৪ টা ২০ মিনিটে দেওয়ানগঞ্জ উপজেলার বন্যা আক্রান্ত এলাকা ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শণ এবং জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ৪ টা ৫০ মিনিটে ইসলামপুর হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৫ টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন (হেলিকপ্টার যোগে)। সন্ধ্যা ৬ টায় তেজগাঁও পুরাতন বিমান বন্দরে উপস্থিত হয়ে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবনে উপস্থিত হবেন।