সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ৩০ জুলাই মঙ্গলবার রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় শরীয়তপুর জেলার পালং থানাধীন আংগারিয়া বাজারস্থ আংগারিয়া ইকরা মাদ্রাসা ও এতিমখানা এলাকায় অভিযান পরিচালনা করে আরিফ বেপারী (৩০), পিতাঃ মৃত খালেক বেপারী, সাং-কাসাবো, পৌরসভা (৭নং ওয়ার্ড), থানাঃ পালং, জেলাঃ শরীয়তপুরকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ১৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে শরীয়তপুর জেলার পালং থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।


error: Content is protected !!