শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির ক্রাশ প্রোগ্রাম শুরু

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির ক্রাশ প্রোগ্রাম শুরু

সারাদেশের ন্যায় শরীয়তপুরেও ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতন ও কার্যকর পদক্ষেপ নিতে উঠেপড়ে লেগেছেন সরকারের বিভিন্ন সংস্থা। তারই অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে মশক নিধন ও পরিছন্নতা কর্মসূচি ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করা হয়েছে। রোববার (১১ আগষ্ট) সকাল ১০ টায় পালং ইউনিয়নে এই ‘ক্রাশ প্রোগাম’ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ। এ সময় অন্যান্যের মধ্যে পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ৬টি উপজেলার মধ্যে প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব রহমান শেখ ইউনিয়ন পর্যায়ে মশক নিধন ও পরিছন্নতা কর্মসূচি, ক্রাশ প্রোগ্রামের আওতায় নিয়ে আসেন।


error: Content is protected !!