সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন উদ্বোধন করলেন সাংসদ ইকবাল হোসেন অপু

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন উদ্বোধন করলেন সাংসদ ইকবাল হোসেন অপু

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য ইকবাল হোসেন অপু। সোমবার (১৯ আগষ্ট) দুপুর ২টায় সদর উপজেলার কানারবাজার-বুড়িরহাট সড়কের আটং এলাকায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। কানারবাজার-বুড়িরহাট সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপক কর্মসূচি শুরু করে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদস্য আজিজুল হক পাহাড়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা আওয়ামী স্বেচ্ছাবেক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম ভিপি ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার।
এ সময় সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদার, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগ খান, জাহিরুল ইসমলাম জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি উথান মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুমন খান, শফিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রাশেদ সরদার, মিঠু মোল্যা, দপ্তর সম্পাদক মোনতাসির মনির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্বাস সরদার, প্রচার সম্পাদক মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হাওলাদার, রাকিব হাওলাদার, আলমাছ হাওলাদার, দ্বীন ইসলাম মুন্সী, ওসমান মাদবর, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, খন্দকার গোলাম কাইয়ুম সোহেল, সাজ্জাদ হোসেন স্মরণ, আতিক ইসলাম সুমন, লিয়াকত হোসেন লিমন, বাপ্পা দত্ত, জোহান আহমেদ ইমু প্রমূখ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!