Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুরে নকল নারিকেল তেলের কারখানায় পুলিশ অভিযানে গ্রেফতার

শরীয়তপুরে নকল নারিকেল তেলের কারখানায় পুলিশ অভিযানে গ্রেফতার

নিন্মমানের সয়াবিন তেলের সাথে চায়না ও ইন্ডিয়া থেকে আনা বিশাক্ত ক্যামিকেল মিশিয়ে তৈরি করা হচ্ছে নামিদামী নানা ব্রান্ডের নারকেল তেল। বিএসটিআই অনুমোদন বিহীন বিভিন্ন ব্রান্ডের নামে নকল বোতলে ভরে শরীয়তপুর সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন বাজারে তা বিক্রি করা হচ্ছে।
এমন একটি নারিকেল তেল উৎপাদনকারী কারখানার সন্ধান পেয়ে আংগারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিআই) মিন্টু মন্ডল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নকল নারকেল তেলের কারখানায় অভিযান চালান। তখন নকল নারকেল তেল কারখানার মালিক, নকল তেল তৈরীর দুই কর্মচারী ও বাড়ির মালিকের ছেলেকে আটক করে। একই সাথে নকল তেল তৈরীর কাঁচামাল, ক্যামিকেল ও নকল বোতল জব্দ করে। আটকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। কারখানার অপর মালিক সুমন অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে যায়। এর পূর্বেও সদর উপজেলার দেওভোগ গ্রামে তারা নারকেল তেল তৈরী করত। সেই সময় র‌্যাবের অভিযানে তারা গ্রেফতার হয়ে বিশেষ ক্ষমতা আইনে অনেকদিন হাজত বাসে ছিলেন।
এ সময় নকল তেল তৈরী কারখানার মালিক শরীয়তপুর সদর উপজেলার দেওভোগ গ্রামের বাবুল দাসের ছেলে সুজন দাস (২৫), বাড়ির মালিক কাশিপুর গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (২৫), নকল তেল তৈরীর কারিগর ধানুকা গ্রামের আলী আহম্মদ মাঝির ছেলে মিলন মাঝি (২৮) ও আটং গ্রমের মৃত মদন বৌদ্ধর ছেলে সজীব বৌদ্ধ (২০) কে আটক করা হয়। তেল তৈরীর কাচামাল, ২টি তেল ভর্তি ড্রাম, অবিকল প্যারাস্যুট নকল (প্যারামিট) তেলের এক হাজার ২০০ খালি বোতল, বিদেশী ক্যামিকেল, কলম্বো ব্রান্ড তেলের বিজ্ঞাপন স্বরূপ স্টিকারও বাজারজাত করনের উদ্দেশ্যে তৈরী করা প্যারামিট তেল জব্দ করেন।
আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিআই) মিন্টু মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই অনুমোদন বিহীন নকল নারিকেল তেল তৈরীর কারখানার সন্ধান পাই। উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি স্বাপেক্ষে এটিএসআই আকরামুজ্জামান, সালাউদ্দিন, এএসআই জামাল, কনেস্টবল গফ্ফারকে নিয়ে আংগারিয়া বাজারের নদীর পাড় এলাকায় জামাল মুন্সীর মেইল সংলগ্ন ইলিয়াস হাওলাদারের বাড়িতে নকল তেলের কারখানায় অভিযান পরিচালনা করি। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।