
শরীয়তপুরের সাংবাদিক জাভেদ শেখের স্ত্রী শারমিন আক্তার (৩০) ও সন্তান তামজীদ (১২) ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ আগষ্ট) দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে সকালে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করানোর পর পরীক্ষা নিরীক্ষায় তাদের ডেঙ্গু রোগ ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। দুপুরের দিকে সাংবাদিক জাভেদ এ্যাম্বুলেন্সে করে ডেঙ্গু আক্রান্ত স্ত্রী শারমিন ও ছেলে তামজিদকে নিয়ে ফরিদপুর মেডিকেলের উদ্দেশ্যে রওয়ানা হন। তামজিদ শরীয়তপুর তুলাসার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র। এদিকে স্ত্রী ও ছেলের সুস্থতা কামনায় সকলের দোয়া চেয়েছেন সাংবাদিক জাভেদ। জাভেদ শেখ দৈনিক অধিকার পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট সহ স্থানীয় সাংবাদিক জাভেদের স্ত্রী ও সন্তানের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডা. খলিলুর রহমান জানান, এ পর্যন্ত শরীয়তপুর জেলায় ৩৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তারা সবাই শরীয়তপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৫১ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিসব চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘন্টায় ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।