শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে : সাবেক আইজিপি শহীদুল হক

রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে : সাবেক আইজিপি শহীদুল হক

রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক আইজিপি ও মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এ.কে.এম শহীদুল হক বিপিএম, পিপিএম।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শহীদুল হক বলেন, শিক্ষকরা হচ্ছেন ছাত্রদের গুরুজন। মাতা-পিতার পরেই শিক্ষকদের মর্যাদা। ছাত্রদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকদের মর্যাদা সবার উপরে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে শিক্ষক সমাজ তাদের মান মর্যাদা ধরে রাখতে পারছেনা। রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে আজকে নিজেরাই তাদের মান মর্যাদা নষ্ট করছে।
তিনি বলেন, সাম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে তারই সহপাঠীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। রাজনৈতিক লেজুরবৃত্তির কারণেই এক সহপাঠী আরেক সহপাঠীকে পিটিয়ে মেরে ফেলতে দ্বিধা করছে না। যারা হত্যা করেছে তারাও কিন্তু মেধাবী ছিলো। তাই শুধু মেধাবী হলে হবেনা। তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আবরার হত্যার ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ভিসি মহোদয়কে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যববস্থা নেয়া উচিত ছিলো। কিন্তু রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে ভিসি সেখানে যাননি এবং কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ কারণে ছাত্র সমাজ ঘৃনাভরে ভিসির পদত্যাগ দাবি করেছে।
কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোজেশ^র ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক বেপারী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষা অনুরাগী আব্দুল জলিল সরদার, জাদুশিল্পী অ্যাডভোকেট মাসুদুর রহমান, ফরহাদ হোসাইন, একাদশ শ্রেনীর শিক্ষার্থী নাঈমুর রহমান, নবম শ্রেনীর শিক্ষার্থী রনি সরদার, অষ্টম শ্রেনীর শিক্ষার্থী নুসরাত জাহান শিলা, সপ্তম শ্রেনীর শিক্ষার্থী অর্নব, ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী রেজওয়ান প্রমূখ।
অনুষ্ঠানে পাবলিক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের ৪০০ জন শিক্ষার্থীর হাতে উপবৃত্তির টাকা তুলে দেন এ.কে.এম শহীদুল হক। পরে স্কুল এ- কলেজের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র শিক্ষক অভিভাবক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।


error: Content is protected !!