
মাদরাসা শিক্ষিকা ও প্রবাসীর স্ত্রী ফাতেমা বেগম মালাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন করেছে শরীয়তপুরের শিক্ষক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শান্তিপ্রিয় সর্বস্তরের জনগণ। বুধবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে বাংলাদেশ জামিয়াতুল মুদারেছীন কমিটির শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. তাছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা শিক্ষক সমিতি সভাপতি আনোয়ার কামাল, মাহমুদপুর খা পাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার শাহ মুহাম্মদ সেকান্দার প্রমূখ।
মানবন্ধন, স্মারকলিপি ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর খালাসী কান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির মাদবরের বাড়িতে গত ১২ অক্টোবর রাত ১টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় ডাকাতরা নাসির মাদবরের স্ত্রী ও বগাদী বালিকা দাখিল মাদরাসর সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম মালাকে কুপিয়ে জখম করে। এ সময় ডাকাতরা মালা বেগমের ছেলে শরীয়তপুর ভোকেশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র জুবায়ের আহমেদ ও বিনোদপুর শরীয়তিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র আবিদকেও কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত মালা বেগম ও তার সন্তানদের প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মালা বেগমকে ফরিদপুর ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর বেলা ১১টায় মালা বেগমের মৃত্যু হয়। এ বিষয়ে মালা বেগমের বড় ছেলে জেড.এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল ইসলাম বাদী হয়ে আজ্ঞাতনামা আসামীর নামে পালং মডেল থানায় মামলা দায়ের করে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে হান্নান মাদবর নামে একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িতর কথা স্বীকার করে সে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |