Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জের সখিপুর থানা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপমন্ত্রী শামীম

ভেদরগঞ্জের সখিপুর থানা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপমন্ত্রী শামীম

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে সখিপুর থানা আওয়ামীলীগের আয়োজনে সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
পানি সম্পদ উপমন্ত্রী তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগের কর্মী হওয়া গৌরবের। শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের। শেখ হাসিনার নেতৃত্বে সব সময় থাকবো। যাদের মানুষ ভয় পায় তাদের নেতা হওয়ার দরকার নেই। আর যাদের মানুষ ভালোবাসবে তাদের নেতা বানাতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে পদ্মা সেতু হয়, শরীয়তপুরের মানুষ নদী ভাঙ্গন থেকে রক্ষা পায়। প্রধানমন্ত্রী প্রতিটি গ্রামকে শহরের মত গড়ে তুলবে। আওয়ামীলীগ সরকার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। আমরা তিন এমপি মিলে শরীয়তপুর জেলার যতগুলো বিদ্যালয় এমপিও ভূক্ত করতে চেয়েছি শেখ হাসিনা সবগুলো বিদ্যালয় এমপিও ভূক্ত করেছেন। পদ্মা সেতু হচ্ছে। ২০২৫ সালের মধ্যে মেঘনা সেতুও বাস্তবায়ন হবে। শেখ হাসিনার দেশ, পিছাবেনা বাংলাদেশ। আর বিএনপির তারেক খালেদার আমলে দেশ ১০০ বছর পিঁছিয়েছে। তাই তারেক-খালেদা কোন দিনই ক্ষমতায় আসতে পারবেনা। মা আর পুতে মিল্লা, দেশ খাইলো গিল্লা।
সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির মোল্যার সভাপতিত্বে ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু, জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সখিপুর থানা যুবলীগের আহবায়ক আব্দুল খালেক খালাসী, যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ পলাশ, সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সাধারণ সম্পাদক ইমরান বেপারীসহ জেলা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রমূখ উপস্থিত ছিলেন।