বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে কবিতা উৎসব

শরীয়তপুরে কবিতা উৎসব

জাতীয় কবিতা মঞ্চ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে সম্মেলন ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
কবিতা উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ও সম্মিলিত সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দৈনিক দেশজগতের সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী।
ভাবনার কাশবনের সম্পাদক কবি এস.এম শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি ইশতিয়াক আতিক খানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শরীয়তপুর জজ কোর্টের পিপি কবি অ্যাডভোকেট মির্জা হজরত আলী সাইজী। বিশেষ অতিথি ছিলেন লোকজ গবেষক ও লেখক শ্যামসুন্দর দেবনাথ, শরীয়তপুর যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক কবি কামাল উদ্দিন পারভেজ, জেলা খেলাঘরের সভাপতি কবি শাহ জালাল মিয়া, জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি অধ্যক্ষ শরিফুল ইসলাম। আলোচক ছিলেন শামসুর রহমান কলেজের অধ্যক্ষ কবি মো. ফজলুল হক, শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মৃধা এ. আজম, কবি সব্যসাচী নজরুল, চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি খান মেহেদী মিজান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আমিনুল এইচ এস।
এ সময় সাংবাদিক মো. ছগির হোসেন, কবি এ.এইচ নান্নু, কবি ইয়াসিন আযীয, কবি মানিক লাল সাধু, কবি সুপ্তা চৌধুরী, নাট্যকর্মী হাচান মাসুদ খান, উন্মুক্ত গ্রন্থাগারের উদ্যোক্তা সভাপতি মানিক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবিরা বলেন, রাজনীতিসহ সকল ক্ষেত্রে কবিতা, সাহিত্য, সংস্কৃতি থাকতে হবে। কবিতাকে ছন্দে আনতে হবে। ছন্দ জনিত জিনিস মানুষের মধ্যে স্থায়ী থাকে, সময় সংস্কৃতির মাঝে পূর্ণতা আনে।
অনুষ্ঠান শেষে শরীয়তপুর জেলার কবিরা কবিতা আবৃত্তি করেন।


error: Content is protected !!