মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে জাতীয় সেচ্ছাসেবক পার্টির কর্মী সভা

শরীয়তপুরে জাতীয় সেচ্ছাসেবক পার্টির কর্মী সভা

শরীয়তপুর জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে ২৭ নভেম্বর বুধাবার বিকাল ৪ টায় জাতীয় সেচ্ছাসেবক পার্টির এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে জাতীয় সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রিক সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য আজিজ তহফিলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সংগ্রামী আহবায়ক এ্যাড. মাসুদুর রহমান(মাসুদ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বদরুল আলম নান্নু মুন্সি, জাতীয় সেচ্ছাসেব পার্টির কেন্দ্রীয় সম্মেলনে প্রস্তুতি কমিটির সদস্য মোঃ ওয়াহিদুর রহমান ওয়াহিদ, নড়িয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুল হাসান বাদল বন্দুকছি, জাতীয় শ্রমিক পার্টির সাধারন সম্পাদক সাহিদ সরদার, প্রমুখ।
সম্মেলনে তৌহিদুল ইসলাম (মিনার মাস্টার)কে আহবায়ক ও মোঃ শাহাদাৎ হোসেনকে সদস্য সচিব করে আগামী ৩ মাসের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট জেলা আহব্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটি সম্মেলনের মাধ্যমে আগামী তিনমাসের ভীতর পূর্ণাংগ কমিটি গঠন করবে।


error: Content is protected !!