
শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকায় গরীব, অসহায়, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে নগদ অর্থ, শীতবস্ত্র ও মশারি বিতরণ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভীন হক শিকদার।
বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৪ টায় তার ঐচ্ছিক তহবিল থেকে নিজ বাড়িতে বসে ১৮ জন প্রতিবন্ধীদের ১০ হাজার টাকা করে ও ৩ হাজার শীতার্ত অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল ও মশারী বিতরণ করেন। এ সময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ ও ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য পারভীন হক শিকদার বলেন, ঐচ্ছিক তহবিল থেকে প্রতিবন্ধীদের নগদ অর্থ ও ৩ হাজার শীতার্ত অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল ও মশারী বিতরণ করেছি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায় গরীবদের পাশে সব সময় আছেন, থাকবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |