মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

গংগানগর সিদ্ধেশ্বরী মন্দিরে চলছে ৭দিন ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠান

গংগানগর সিদ্ধেশ্বরী মন্দিরে চলছে ৭দিন ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠান

দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় ঐতিহ্যবাহী গংগানগর সিদ্ধেশ্বরী কালি মাতার মন্দিরে ৬৬ তম বার্ষিকী সাত দিন ব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহা নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে গংগানগর সিদ্ধেশ্বরী কালি মন্দির কমিটি। সিদ্ধেশরী কালী বাড়ি শরীয়তপুর জেলার সদর উপজেলার গংগানগর গ্রামে অবস্থিত একটি প্রাচীন মন্দির। প্রতিবছর এই সময়ে এই মহৎ অনুষ্ঠানে আয়োজন করে গংগানগর এলাকা বাসী।
গত ২৫ অগ্রহায়ণ ১৪২৬ বাংলা বৃহস্পতিবার ভোর হতে মহা নামযজ্ঞ শুরু হয়েছে নামযজ্ঞ চলবে ২রা পৌষ বুধবার দিবারাত্রি পর্যন্ত। এরপর ৩রা পৌষ মহা উৎসবের আয়েজন করেছে মন্দির কতৃপক্ষ। গংগানগর কালী মন্দিরের এই মহা নামযজ্ঞ অনুষ্ঠান এই এলাকার সবচেয়ে বড় উৎসব বলে চিহ্নিত। বিশাল জাক জমক ভাবে এই অনুষ্ঠান পালন করেন গংগানগর এলাকা বাসী। নামযজ্ঞ অনুষ্ঠানে একনাম পরিবেশন করেন বাংলাদেশর প্রথম শ্রেণীর সুনামধন্য ৬টি একনাম কৃর্তনের দল। নামযজ্ঞ শুরু হওয়ার পূর্বে উক্ত মন্দিরে ১২ দিন ভাগবতপাঠ হয়েছে। নামমযজ্ঞ উপলক্ষে প্রতিদিন স্থানীয় ও দূর দূরান্ত থেকে কয়েক হাজার ভক্ত ও শ্রোতা এসে মিলিত হয় সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরে এবং এ সময় কালে এক উৎসব মুখর পরিবেশে পরিনত হয় গংগানগর এলাকা। আগত শ্রোতা ভক্তবৃন্দের জন্য প্রতিদিন দিবারাত্রি প্রসাদের ব্যবস্থাও রয়েছে।
সিদ্ধেশ্বরী কালী মন্দির কমিটির লোকজন বলেন, আমরা প্রতি বছর দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় মহা নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আমরা মায়ের নিকট প্রার্থনা করি যাতে প্রতি বছর এভাবেই আমরা আয়োজন করতে পারি এবং ভক্ত ও শ্রোতার মিলন মেলা ঘটাতে পারি।


error: Content is protected !!