শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৫’শ ছাড়িয়েছে

শরীয়তপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৫’শ ছাড়িয়েছে

শরীয়তপুরে নতুন করে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগী ৫১১ জন। এ র্পযন্ত মোট মৃত্যুর সংখ্যা ৫ জন। আক্রান্তদের মধ্যে গোসাইরহাটে ০৭ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছে ২২৪ জন। চিকিৎসাধীন রয়ছেনে ২৮২ জন।

এ র্পযন্ত জেলায় সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়ছেে ৫ হাজার ২৭৩ টি ফলাফল হাতে এসেছে মোট ৪ হাজার ৭৭০ জনের। শরীয়তপুর সিভিল র্সাজন ডা. আব্দুল্লাহ আল মুরাদ ২৯ জুন সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত রোগীদরে মধ্যে শরীয়তপুর সদরে ২১, গোসাইরহাটে ০৬, নড়িয়ায় ০৪, জাজিরায় ০১, ডামুড্যায় ০৩ ও ভেদরগঞ্জ উপজেলায় ০৪ জনসহ জেলায় কোভডি-১৯ পজটিভি মোট ৩৯ জন।

উপজলো ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজলোয় মোট আক্রান্ত ১৫৮ জন ও সুস্থ ৫১ জন। জাজিরা উপজলোয় মোট আক্রান্ত ৭০ জন, সুস্থ ৪৯ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজলোয় মোট আক্রান্ত ৯২ জন, সুস্থ ৩৬ জন ও মৃত ২ জন। ভেদরগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত ৭৭ জন, সুস্থ ২৭ জন ও মৃত্যু ১ জন। গোসাইরহাট উপজেলায় মোট আক্রান্ত ৬৬ জন, সুস্থ ২৭ জন। ডামুড্যা উপজেলায় মোট আক্রান্ত ৪৮ জন, সুস্থ ৩৪ জন ও মৃত ১ জন।


error: Content is protected !!