
মুজিববর্ষ উপলক্ষ্যে সারা দেশে এক কোটি গাছের চারা রোপণ উপলক্ষ্যে শরীয়তপুর জেলায় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গাছের চারা রোপন করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
গাছের চারা রোপণ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর পৌরসভার মেয়র ও ম্যাব’স সেক্রেটারি রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ, শরীয়তপুর জেলা বন কর্মকর্তা রণজিৎ কুমার দাস প্রমুখ।