সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে ১০৬৮ করোনা রোগির মধ্যে ৮৫৯ জন সুস্থ, বর্তমান সক্রিয় রোগির সংখ্যা ২০০

শরীয়তপুরে ১০৬৮ করোনা রোগির মধ্যে ৮৫৯ জন সুস্থ, বর্তমান সক্রিয় রোগির সংখ্যা ২০০

শরীয়তপুরে নভেল করোনা ভাইরাস শুরুর পর থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৬৮ জন। আর এ পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য বিভাগ ৮৫৯ জনকে সুস্থ ঘোষণা করেছে। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মোট ৯ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০০ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া জানান, করোনা ভাইরাস শুরু থেকে শরীয়তপুরে এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১০৬৮ জন এবং নতুন করে ১৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮৫৯ জন। গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে কোভিড-১৯ শনাক্তের নতুন কোন রিপোর্ট আমাদের হাতে আসেনি। এ পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ৫৪৫ টি এবং ফলাফল হাতে এসেছে মোট ৬ হাজার ৪৩৬ জনের।

শরীয়তপুর সদর উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩৮৮ জন, যার মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩১২ জন। জাজিরা উপজেলায় মোট আক্রান্ত ১৩১ জন, যার মধ্যে নতুন ০১ জনসহ মোট সুস্থ হয়েছে ১০১ জন। নড়িয়া উপজেলায় মোট আক্রান্ত ১৬৯ জন, যার মধ্যে মোট সুস্থ হয়েছে ১৩২ জন। ভেদরগঞ্জে মোট আক্রান্ত ১৩১ জন, যার মধ্যে ১০ জনসহ মোট সুস্থ হয়েছে ১১৪ জন। এছাড়া ডামুড্যা উপজেলায় মোট ১০৬ জন আক্রান্তের মধ্যে নতুন ০৩ জনসহ মোট ৮৪ জন সুস্থ হয়েছেন ও গোসাইরহাট উপজেলায় মোট ১৪৩ জন আক্রান্তের মধ্যে নতুন ০২ জনসহ সুস্থ হয়েছেন মোট ১১৬ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলার নড়িয়া উপজেলায় ০৫ জন, জাজিরায় ০১ জন, ভেদরগঞ্জে ০২ জন ও ডামুড্যায় ০১ জনসহ মোট ০৯ জনের মৃত্যু হয়েছে।

জেলায় কোনো করোনা পরীক্ষার ল্যাব নেই। নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করে স্বাস্থ্য বিভাগ। যার কারণে পরীক্ষার ফলাফল পেতে বিলম্ব হওয়ায় রোগীদের বিপাকে পড়তে হচ্ছে।

এদিকে মরণঘাতী এ ভাইরাস সম্পর্কে জানলেও বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চলায় জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।


error: Content is protected !!