সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

শনিবার ১৫ আগস্ট দিবসটি পালনে সারাদেশের কর্মসূচির সাথে মিল রেখে জেলা ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, বাঙ্গালি জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা শহরে ও উপজেলায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, সদস্য এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক বাবলু সিকদার, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সদর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, সাধারণ সম্পাদক হোসেন সরদার, সদর পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, জেলা যুবলীগ নেতা সুমন পাহাড়, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাত হোসেন তপু, জেলা ছাত্রলীগের যুগ্নআহবায়ক-২ রাশেদুজ্জামান প্রমুখ।


error: Content is protected !!