সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

শরীয়তপুরের চিকন্দী ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুরের চিকন্দী ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চিকন্দী ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য মুজাফ্ফর হোসেন জমাদ্দার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা জজকোর্টের জিপি এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোল্যা, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু, সাধারণ সম্পাদক হোসেন সরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি আব্দুস সালাম, চিকন্দী ইউপি চেয়ারম্যান এনামুল হক মুন্সী, চিকন্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি এ্যাড. আক্তার উজ্জামান খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ খান প্রমূখ।

এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. তপন কুমার চক্রবর্তী ও পরিচালনা করেন সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মাদবর।


error: Content is protected !!