Monday 30th June 2025
Monday 30th June 2025

শরীয়তপুরে ২৪ ঘন্টায় আরো ১৩ জনের করোনা শনাক্ত

শরীয়তপুরে ২৪ ঘন্টায় আরো ১৩ জনের করোনা শনাক্ত
শরীয়তপুরে ২৪ ঘন্টায় আরো ১৩ জনের করোনা শনাক্ত

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৩ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬১৬ জন। নতুন করে ১০ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি।

শনিবার ১২ সেপ্টেম্বর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

জেলায় নতুন ১৩ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ১০ জন, নড়িয়া উপজেলার ০১ জন, ভেদরগঞ্জ উপজেলার ০১ জন ও ডামুড্যা উপজেলার ০১ জন।

জেলায় নতুন সুস্থ হওয়া ১০ জনের মধ্যে সদর উপজেলার ০৬ জন, জাজিরা উপজেলার ০১ জন ও ভেদরগঞ্জ উপজেলার ০৩ জন।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় ৫৫ জনের নমুনাসহ এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ৯১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে নতুন ৬৬ জনসহ মোট ৭ হাজার ৮১৮ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৬৪৪ জন, জাজিরায় ১৭৩ জন, নড়িয়ায় ২২১ জন, ভেদরগঞ্জে ২০২ জন, ডামুড্যায় ১৭১ জন ও গোসাইরহাটে ২০৫ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৬১৬ জন।

১২ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৬২৪ জন, জাজিরায় ১৩৪ জন, নড়িয়ায় ২০০ জন, ভেদরগঞ্জে ১৮২ জন, ডামুড্যায় ১৬৬ জন ও গোসাইরহাটে ১৯২ জন। মোট সুস্থ ১৪৯৮ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ৯৯ জন।

এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০৩ জন, জাজিরা উপজেলায় ০১ জন, নড়িয়া উপজেলায় ০৯ জন, ভেদরগঞ্জে ০৫ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ১৯ জন।