Monday 30th June 2025
Monday 30th June 2025

ভেদরগঞ্জে বসত ঘর আগুনে পুড়ে ছাঁই

ভেদরগঞ্জে বসত ঘর আগুনে পুড়ে ছাঁই
ভেদরগঞ্জে বসত ঘর আগুনে পুড়ে ছাঁই

ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে একটি পাঁকা দেওয়ালের চৌচালা ঘর পুঁড়ে ছাই হয়েছে। সোমবার ১৬ নভেম্বর বেলা ১২ টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘরটিতে পরিবারের কেউই উপস্থিত ছিলনা। তাৎক্ষণিক আগুন দেখে বাজারের ব্যবসায়ী ও প্রতিবেশীদের সহযোগীতায় আগুন নিভানোর চেষ্টা করে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই সব জ¦লে পুঁড়ে যায়। পরে ফায়ার সার্ফিস ও ভেদরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা এসে আগুন পুরোপুরি ভাবে নিভিয়ে নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পুঁড়ে যাওয়া ঘরের ভাঁড়াটিয়া বলেন, আমার ঘরে দেড় লক্ষ টাকা সহ আমার ব্যবসায়ীক মালামালের ক্ষতি হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান বেপারী ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা জানান।

সর্টসার্কিট হতে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান ডামুড্যা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আবু দাউদ।