
মৎস্যজীবী লীগকে কেন্দ্রীয় আওয়ামীলীগ সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদানের এক বছর পূর্তি উপলক্ষে শরীয়তপুরে মৎস্যজীবী লীগের আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এফ রহমান রূপক ও সদস্য সচিব মোঃ আতাউর রহমান তালুকদারের নেতৃত্বে এ আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের জেলা যুুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ইকবাল হোসাইন, যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ কুদ্দুস রিপন, মোঃ মিজানুর রহমান, ডামুড্যা উপজেলা আহ্বায়ক ফারুক দেওয়ান, সদস্য সচিব মোঃ নুরুল হক, গোসাইরহাট উপজেলা যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার খান, সদস্য সচিব মোঃ বাচ্চু ঢালী, ভেদরগঞ্জ উপজেলা আহ্বায়ক শ্রী শ্যাম সুন্দর দাস, সদস্য বাসুদেব, নড়িয়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃ সাঈদুল হক বয়াতী অংশ নেন।
অন্যদের মধ্যে অংশ নেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মোল্লা, আওয়ামীলীগ নেতা মোঃ বাবুল খান, মোঃ আকবর হোসেনসহ জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মী।
মৎসজীবী লীগের দুই শতাধিক নেতাকর্মী শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।