
শরীয়তপুর পৌরবাসীর উন্নয়নে সচেষ্ট থাকার অঙ্গীকার নিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি পরিবর্তনের ডাক দিয়ে দোয়া চাইছেন মো: বাচ্চু বেপারী। বাচ্চু বেপারী বলেন, মেয়র হিসেবে নির্বাচিত হলে পৌর এলাকাকে ডিজিটাল ও আধুনিক শহরে রূপান্তরিত করব এবং শরীয়তপুর পৌরসভাকে সবদিক দিয়ে উন্নীত করা, সড়কবাতি সরবরাহ, সড়কের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থায় আধুনিকায়নকে সামনে রেখেই ভোটারদের কাছে সর্মথন চাইছেন মো: বাচ্চু বেপারী। নির্বাচিত হলে তিনি শরীয়তপুর পৌর এলাকায় আরো উন্নয়ন এবং এখানকার মানুষের জীবনমান উন্নত করবেন বলে ভোটারদের কাছে ওয়াদা করছেন।
আগামী ১৬ জানুয়ারি শরীয়তপুর পৌর নির্বাচনকে সামনে রেখে দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচারণা। প্রার্থীরা সমর্থন আদায়ে ভালোবেসে বুকে টেনে নিচ্ছেন ভোটারদের। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বাচ্চু বেপারী ডিজিটাল বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মধ্যম আয়ের দেশ গড়ার জন্য জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করছেন। নাগরিকদের সুন্দর জীবনযাপনের অঙ্গীকার করছেন।
শরীয়তপুরের অন্যতম একটি পৌরসভা হলো শরীয়তপুর পৌরসভা। এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ মো: বাচ্চু বেপারী আরও বলেন, আমি নির্বাচিত হলে আধুনিক ও ডিজিটাল পৌরসভা বিনির্মাণে যা কিছু করার তাই করব। পৌর সেবার মানুষের দৌরগোড়ায় পৌঁছানোর জন্য সর্বাত্মক সচেষ্ট থাকবো। রাস্তাঘাট নির্মাণ ও পুননির্মাণ করে আধুনিক পৌরসভা গড়ব।
এ ছাড়া জলাবদ্ধতা নিরসন ও নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহ করার ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী দিনে আরো উন্নয়ন করব। এ ছাড়া জলাবদ্ধা নিরসন এবং আধুনিক শিল্পশহর গড়তে ভূমিকা রাখব। তিনি পৌরসভার রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত পৌরসভা উপহার দেয়াসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। রাস্তাঘাট ও ড্রেন নির্মাণসহ তার সময়ে অনেক কাজ হয়েছে বলেও ভোটারদের কাছে উল্লেখ করছেন তিনি।
দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলার বার্তা দিয়ে বাচ্চু বেপারী আরও বলেন, আমি নির্বাচিত হলে নাগরিক জীবনের দুর্ভোগ নিরসনে রাস্তা, ড্রেন নির্মাণ ও সংস্কার, জলাবদ্ধতা নিরসন করব। এ ছাড়া সর্বত্র আধুনিকতার ছোঁয়া দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ায় অংশীদার হব বলে জানিয়েছেন শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো: বাচ্চু বেপারী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |