
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন (২০২১-২৩) অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ ডিসেম্বর সকাল ১০ টায় শরীয়তপুর জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ কোতয়াল এর সভাপতিত্বে এ আলোচানা সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাড: আলমগীর হোসেন মুন্সী’র পরিচালনায় উপস্থিত ছিলেন এসি কমিটির মেম্বার শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা ও যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।