মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলটকে সংবর্ধনা

বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলটকে সংবর্ধনা

শরীয়তপুর এলপিজি এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট তৃতীয়বারের মতো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ায় শরীয়তপুর এলপিজি এজেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২ জানুয়ারী) দুপুর ১২ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় জেলা শহরের প্রভা ট্রেডার্সে আয়োজিত সংগঠনটির সাধারণ সভায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া, সেক্রেটারী ইদ্রিস আলী সরদার, প্রশাসনিক সচিব ও ক্যাশিয়ার নাহিদ আলম বেপারী, সদস্য মো. কাজল বেপারী, আলমাস বয়াতি, কামাল হোসেন মোল্যা, শফিকুল ইসলাম রকেট, রুহুল আমিন, কাওছার বেপারী, মো. ফারুক প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির উদ্যোগে আগামী ৪ ফেব্রুয়ারী তিনদিনের জন্য আনন্দ ভ্রমনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


error: Content is protected !!