
শরীয়তপুর পৌরসভা নির্বাচনে বিপুল পরিমান ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে মেয়র প্রার্থী এডভোকেট মোঃ পারভেজ রহমান জন। শনিবার (১৬ জানুয়ারি) নির্বাচনে জয়লাভের পরেই রাত সাড়ে ৯ টায় শরীয়তপুর পুলিশ সুপারের বাসভবনে গিয়ে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শরীয়তপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ পারভেজ রহমান জন।
এ সময় পুলিশ সুপার নব-নির্বাচিত মেয়র’কে অভিনন্দন জ্ঞাপন করেন। এরপর পুলিশ সুপার ও নব-নির্বাচিত মেয়র দুজন দুজনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ও মিষ্টি মুখ করান।
এ সময় পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন সহ জেলা পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।