
দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে আজ যে সকল জেলা ও উপজেলা কমিটি নোয়াখালীর গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কির হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ সফল করেছেন তাঁদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যেসকল মিডিয়া আমাদের সংবাদ প্রচার ও প্রকাশ করছেন তাঁদের কাছেও আমরা কৃতজ্ঞ।
আগামিতেও আমরা আপনাদের সাথে নিয়ে যেকোন সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে, দাবি ও অধিকার আদায়ে আমরা রুখে দাঁড়াতে চাই। মুজাক্কির হত্যার বিচার সম্পন্ন পর্যন্ত আমরা পাশে থাকতে চাই। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, এমনটাই প্রত্যাশা করেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আমাদের সংগঠনের বাইরে দেশের বিভিন্ন প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিকদের সংগঠন, রিপোর্টার্স ইউনিটিসহ যেসকল সংগঠন বিএমএসএফের ডাকে সাড়া দিয়ে কর্মসূচী সফল করেছেন তাঁদেরকে আমরা ‘সহযোগি সংগঠন’ হিসেবে স্বীকৃতি দিতে চাই।
আমরা একসাথে সাংবাদিকদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকবো এবং ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে একসাথে পথ চলতে চাই। আপনিও আমাদের এ চলার পথে সহযোগি হোন।
আপনাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, আমরা কারো প্রতিপক্ষ সংগঠন নই। বিএমএসএফ সাংবাদিকদের সংগঠন, মানে আপনার সংগঠন। সাংবাদিকদের ভালোবাসুন, বিএমএসএফ’র পাশে থাকুন।