
শরীয়তপুরে জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান মোল্লা এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান (বাদল) এর মুক্তির দাবীতে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ১১ টায় শরীয়তপুর বাস স্ট্যান্ড মেইন সড়কে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: মনির হোসেন মাঝি’র নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: মনির হোসেন মাঝি বলেন, রাজনৈতিক মিথ্যা মামলায় ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। এই মিথ্যা মামলায় ফরমায়েশী আদেশের শরীয়তপুর জেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই।
এ সময় ডামুড্যা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদার, জেলা যুবদল নেতা সাবেক এজিএস লিয়াকত হোসেন খান, জাজিরা উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুজাম্মেল হক, ডামুড্যা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জেলা সেচ্ছাদেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজল মাদবর, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিজান সিকদার, জেলা যুবদল নেতা আনোয়ার আকন, জেলা যুবদল নেতা সুমন আকন, জেলা যুবদল নেতা শিপন হাওলাদার, জাজিরা উপজেলা যুবদলের যুগ্নসম্পাদক বাদশা চোকদার, ডামুড্যা উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক মো: সবুজ, গোসাইরহাট যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, গোসাইরহাট যুবদল নেতা রাছেল, মনির হোসেন, সদর থানা সেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক জাহিদ হাসান মান্নান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, সদর থানা যুবদলের সহ-সভাপতি মেহেদী হাসান ও লিয়াকত মাদবর, পৌরসভা যুবদলের সভাপতি রতন হাওলাদার, জাজিরা উপজেলা যুবদলের প্রচার সম্পাদক বাদশা শেখ, শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক খান বাহাদুর আফজাল, পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক আল-আমিন, কলেজ ছাত্রদল নেতা তাজমুল মাঝিসহ জেলা যুবদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।