
গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে নতুন করে ১৬ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৬৩ জন। নতুন করে কাউকে সুস্থ ও মৃত ঘোষণা করা হয় নি।
বুধবার (৩১ মার্চ) জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
জেলায় নতুন ১৬ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ১১ জন, ভেদরগঞ্জ উপজেলার ০৪ জন ও ডামুড্যা উপজেলার ০১ জন।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জনের নমুনা সহ এ পর্যন্ত জেলায় মোট ১০ হাজার জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। যার মধ্যে নতুন ৬১ জন সহ মোট ৯ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৮০৯ জন, জাজিরায় ২২০ জন, নড়িয়ায় ২৪১ জন, ভেদরগঞ্জে ২৬০ জন, ডামুড্যায় ১৯৬ জন ও গোসাইরহাটে ২৩৭ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৯৬৩ জন।
৩১ মার্চ পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৭৬৯ জন, জাজিরায় ২১৪ জন, নড়িয়ায় ২২২ জন, ভেদরগঞ্জে ২৪৯ জন, ডামুড্যায় ১৯৩ জন ও গোসাইরহাটে ২৩৩ জন। মোট সুস্থ ১৮৮০ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা ৬০ জন।
এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০৪ জন, জাজিরা উপজেলায় ০২ জন, নড়িয়া উপজেলায় ১১ জন, ভেদরগঞ্জে ০৫ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ২৩ জন।