
‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে “বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২১” উদ্যাপন করা হয়েছে।
সোমবার (৩১ মে) জেলা মাদক নিয়ন্ত্রণ সেল এর সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদ্যাপন উপলক্ষে সীমিত আকারে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
র্যালি শেষে শান্তির প্রতীক এক জোড়া পায়রা উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়।
উক্ত র্যালিতে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।